মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

সিম হালনাগাত

বাংলালিংক: nid নাম্বার কমা জন্ম
তারিখ-মাস-সাল কমা ইংরেজী বড়
অক্ষর এর
নাম nid এর মত ৷ sent 1600 ৷
গ্রামিন: বাংলালিংক আর গ্রমিন
একই মতে করতে হবে ৷
রবি: *1600#
তাছাড়া অনলাইন করতে হলে
যোগাযোগ করুন 01934743793
01988954308
এই নাম্বরে ৷
ইমেল: akram.attose@gmail.com
akram.attose@yahoo.com
facebook: www.facebook.com/
akram.hassan.520

সিম হালনাগাত

বাংলালিংক: nid নাম্বার কমা জন্ম তারিখ-মাস-সাল কমা ইংরেজী বড় অক্ষর এর
নাম nid এর মত ৷ sent 1600 ৷
গ্রামিন: বাংলালিংক আর গ্রমিন একই মতে করতে হবে ৷
রবি: *1600#
তাছাড়া অনলাইন করতে হলে যোগাযোগ করুন 01934743793
01988954308
এই নাম্বরে ৷
ইমেল: akram.attose@gmail.com
akram.attose@yahoo.com
facebook:www.facebook.com/akram.hassan.520

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

নি:সার্থ ভালোবাসা

একটি মেয়ে একটি ছেলেকে পাগলের মত ভালবাসে... ভালোই চলছিল তাদের দিন
কাল...১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা তাকে আর আগের মত ভালবাসে
না...তাকে avoid করে চলে... একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ
করে দিলো...মেয়েটা জানতে পারলো ছেলেটার নতুন গার্লফ্রেন্ড
হয়েছে...মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করতেই সে বলে অতীত ভুলে
যাও...মেয়েটা বেইমান বলে কাঁদতে কাঁদতে ফিরে এলো ...সে কিছুতেই ছেলেটিকে
ক্ষমা করতে পারলো না...এই ঘটনার ৬মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু
সংবাদ এলোছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে
গিয়েছিল...ছেলেটার এক বন্ধু এসে মেয়েটাকে টা দিয়ে গেলো...মেয়েটা রাগে
চিঠি টা ফেলে রাখলোরাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিলসে চিঠিটা খুলে পরতে
শুরু করলোবিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম নাযেদিন আমি জানলাম
আমি আর ৬ মাস বাঁচব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু
করলাম... ভেবেছি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে...তাই তোমার থেকে
দূরে থেকেছি... যখন তুমি এটা পড়বে আমি তোমার থেকে অনেক দূরে থাকবো...
আমার কারনে তোমার চোখে আমি অশ্রু দেখতে পারবো না...তাই তোমার সাথে এমন
করেছি... আমাকে ক্ষমা করে দিয়ো...চিঠি টা পরতে পরতে মেয়েটার চোখের জলে
চিঠি টা ভিজে গেলো......

হাসির গল্প

একদিন ঘোর বর্ষার সময় গোপাল জুতো হাতে পথ চলেছে। এমন সময় পাল্কী চড়ে রাজা
কৃষ্ণচন্দ্র ওই পথে যাচ্ছিলেন। তিনি গোপালকে দেখে পাল্কী থেকে নেমে এলেন।
আর গোপালের জুতোর দিকে ইঙ্গিত করে বললেন, কি গোপাল! পরকাল যে হাতে করে
চলেছো? কী ব্যাপার তোমার? গোপাল বললে, আমি তবু হাতে রেখেছি, আপনি যে খেয়ে
বসে আছেন। রাজা কৃত্রিম রোষে বললেন, তুমি আমাকে জুতো খোর বলছো? জান এর
শাস্তি কি? গোপাল কিছুমাত্র ভয় না পেয়ে বললে, আজ্ঞে না হুজুর না বললে কি
করে জানব। তুব বলি জোয়ান মানুষ আপনি, পাল্কী ছাড়া চলতে পারেন ‍না। এতেও
কি আপনি বলতে চান– আপনি নিজের পরকাল খেয়ে বসেননি বা আমি মিথ্যা বলেছি?
মহারাজ এদিকটা চিন্তা করেন নি। যখন ভুল বুঝতে পারলেন তখন না হেসে পারলেন
না যে গোপাল ঠিক কথাই বলেছে।