মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

আল্লাহকে ভয় করুন

কতো তুচ্ছ আমাদের এই
জীবন,যে জীবনের কোনও
গ্যারান্টি নাই।
এই দুনিয়ায় আসতে কতো কষ্ট
কতো প্রতিক্ষা!
কিন্তু মৃত্যু এক নিমিশেই হয়ে যায়।
কেউ রাস্তা পার হচ্ছে, হঠাৎ
একটি ট্রাক এসে তাকে পৃষ্ট
করে গেলো রাস্তার সাথে।
কি ভয়ানক মৃত্যু, কেউ
কি পারতো থাকে বাচাতে?
পারতো না। কারণ তার মৃত্যু তার
কপালে যেরকম করে লেখা আছে,
সে ভাবেই হবে। যতই চেষ্টা করুন মৃত্যু
আপনার হবেই।মুহুর্স রুগিকে যতই
লাইফ সার্পোট দেন, মৃত্যু তার
কপালে লেখা থাকলে কারও
স্বদ্ধি নেই তাকে বাচানোর।
যেকোনো সময়,
যেকোনো মুহূর্তে আপনার মৃত্যু
হতে পারে।
বাতি জালাতে সুইচ দিছেন, হঠাৎ
কারেন্টে বেজে যেতে পারেন, চুলয়
আগুন ধরাকে গিয়ে কাপড়ে আগুন
লেগে জলসে যেতে পারেন।
এমন কি এই status লেখার পর হয়
তো আমি মারা যেতে পারি অথবা আপনি status
পড়ার পড়ই মারা যেতে পারেন।এক
কথায় বেচে থাকার সময়ের কোনও
গ্যারান্টি নাই।
তাই বলে কি আমাদের
থেমে থাকলে চলবে?
অবশ্যই না,জীবন গতিশীল। এই জীবন
নামক গাড়ি চালাতে চালাতে কখন
যে ভুলে যাই মৃত্যুর কথা...
চলতে থাকি অন্য
পথে,ডুবে থাকি দুনিয়ার রসে।মগ্ন
হই,মুগ্ধ হই।কিন্তু মৃত্যু হবে, তার পর
দুনিয়ার চলার উপর বিচার
এগুলো বেলুম ভুলে যাই।
এভাবে কি চললে হবে? আসুন ভায়েরা,
সবাই এমন ভাবে চলি যেনও একটাই
আমাদের শেষ দিন।
মানে কখনোকারও পাওনা না রেখে,
কারও হক না মেরে সবসময় মৃত্যুর জন্য
প্রস্তুত থাকি।আর একমাত্র
আল্লাহকে সব সময়ই ভয় কর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন