মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

mojar kiss

স্যার,আপনি কাউকে কখনো Kiss
করেছেন?
ফুটবলের মতো চোখ বড় বড়
করে তাকিয়ে শারিত বলে,
_কি বলো এসব? মাথা ঠিক।
আছে তোমার??
_হ্যা বা না বলুন,কথা প্যাঁচান কেন?
এরকম গরম কথা শুনে শারিত
এমনিতেই
বেঁকিয়ে আছে,চোখ নিচু করে নতুন
জামাই এর মতো লজ্জাবতী কিঞ্চিৎ
হাসি দিয়ে বলে,
_না করি নাই।
একটু সাহস
নিয়ে ছাত্রী তাসফি কে বলে,তুমি করেছো?
_কত করলাম...এটা তো সিম্পল
ব্যাপার।
_সিম্পল ব্যাপার???!!! শারিত
বিস্ময়ে আকাশ
থেকে মাটিতে পড়া বাদ
দিয়ে মাটি থেকে আকাশে উঠে।
_হ্যা,সিম্পলই তো।
তুলতুলে গালে আমার
উষ্ণ ঠোটের ছোয়ায় কতজনের
মুখে হাসির
ঝর্না বহে তা কি আপনি জানেন?
শারিতের মুখ দিয়ে কথা বের হয়
না....শুধু
ঠোট কামড়াতে থাকে তাসফির
কথা শুনে।
বলছে কি মেয়েটা।
মাত্র তিন মাস
হলো ওকে পড়াচ্ছে শারিতইন্টার
ফাস্ট
ইয়ার....যৌবনের নুপূর পায়ে তা ধিন
তা ধিন করছে যার
পাগলীমনা আবেগ।
তাই বলে এখন ও
যা বলছে তা তো কল্পনাতীত!!!
ওর বাবা পুলিশ, সেই
সুবাদে ওরা পুলিশ
কোয়ার্টার এ থাকে।এমনিতেই
শারিত
এই কোয়ার্টার এ
তাসফি কে পড়াতে আসলে মুখের উপর
মেক আপের সাত তলা ফাউন্ডেশন আর
আধুনিক ড্রেস আপে কোনটা মাও (মা)
আর কোনটা ছাও (মেয়ে) চিনতে ওর
কষ্ট
হয়,তার উপর এই
সুন্দরি সৌদামিনী কে পড়ানো...
কঠিন
এক অভিজ্ঞতা।
_স্যার,কি ভাবছেন?
_না কিছু না।কাকে কাকে কিস
করেছো জানতে পারি?
_অবশ্যই স্যার।আমার দুই বৎসরের ভাই
জয়....তিন বছরের ফুফাতো ভাই
শিশির সহ
বাসার সব বাচ্চা কাচ্চাদের।
ওরা আমার খুব ভক্ত।
বলেই হৃদয় কাঁপা এক হাসি দেয়
তাসফি।
_তাসফি এক গ্লাস
পানি নিয়ে আসো তো।
_জ্বি স্যার।
পানি আনতে গেলে শারিত ভাবে,
"কি মেয়েরে বাবা....একেবারে
রহস্যময়
বারমুডা ট্রাইঙ্গেল....কি ভয় টাই
না দেখয়ে দিল।"
_এই যে স্যার,পানি।
পানি পান করার পর শারিত বলে,
_আজ আর পড়াবো না,আসি।
বাসা থেকে বের হয়ে শারিতের
মনেও
কিঞ্চিৎ ভাবাবেগ জাগে,"ইশ,ঐ উষ্ণ
ঠোটের পরশটা যদি আমার
গালে লাগতো কখনো!!!"
*
*
akram
*
*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন